সঠিক উত্তর হচ্ছে: ট্রাপিজিয়াম
ব্যাখ্যা: ট্রাপিজিয়াম হলো চতুর্ভুজের একটি বিশেষ রূপ। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পরের সমান্তরাল কিন্তু কোন ক্রমেই ঐ বাহুদ্বয় সমান নয় তাকে দুই বাহু সমান্তরাল চতুর্ভুজ বা ট্রাপিজিয়াম বলে। অপর যে বিপরীত বাহুযুগলের কথা এখনও বলা হয়নি সেই বাহুদ্বয় পরস্পরের সমান হলেও ট্রাপিজিয়াম গঠন করা সম্ভব। এক্ষেত্রে অর্থাৎ ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্ব পরস্পরের সমান হলে এটি হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম।\nট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু যথাক্রমে \'\'a\'\' এবং \'\'b\'\' এবং বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল m ও সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব \"h\" হলে, একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নিম্নোক্ত সূত্র ব্যবহার করে K দ্বারা প্রকাশ করা যায়।\nK = 1/2 (a+b).h = (1/2)mh