সঠিক উত্তর হচ্ছে: শেষ সম্বল
ব্যাখ্যা: হাতের পাঁচ’ -এর সঠিক অর্থ শেষ সম্বল.\n\n একই ক্রমের পরপর তিনটি তাস দেখাতে পারলে বিন্তি হয়। তখন প্রতিপক্ষকে ৬৭ ফোঁটা দেখাতে হয়। বিন্তি খেলায় যে শেষের পিঠ পায়, তার পাওনা হয় পাঁচ ফোঁটা। এই পাঁচ ফোঁটা থেকে হাতের পাঁচ বা শেষ সম্বল বাগ্ধারা এসেছে।