সঠিক উত্তর হচ্ছে: মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের সার্থক মহাকবি, সনেটের প্রবর্তক মাইকেলমধুসূদন দত্ত রচিত ‘মেঘনাদবধ\' (১৮৬১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। অন্যদিকে, ‘বৃত্রসংহার\' (দুই খণ্ডে প্রকাশিত) হেমচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়ের, ‘এয়ীকাব্য’ নবীনচন্দ্র সেন রচিত এবং মহাশ্মশান\' (১৯০৪) মহাকাব্যটি কায়কোবাদ রচনা করেন।\n\n[তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]