সঠিক উত্তর হচ্ছে: কাঁচা + কলা = কাঁচাকলা
ব্যাখ্যা: বাংলা ব্যঞ্জনসন্ধির উদাহরণ- \r\nস্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। \r\n\r\n০১. প্রথম ধ্বনি অঘোষ এবং পরবর্তী ধ্বনি ঘোষ হলে, দুটি মিলে ঘোষ ধ্বনি দ্বিত্ব হয়। যেমন- ছোট + দা = ছোড়দা।\r\n\r\n০২. র্আ + না = আন্না, চার +টি = চাট্টি, র্ধ + না = ধন্না, র্দু + ছাই = দুচ্ছাই। \r\n\r\n০৩. নাত + জামাই = নাজ্জামাই (ত্ + জ্ = জ্জ), বদ্ + জাত= বজ্জাত, হাত + ছানি = হাচ্ছানি। \r\n\r\n০৪. পাঁচ + শ = পাঁশশ। সাত + শ = সাশ্শ, পাঁচ + সিকা = পাঁশশিকা। \r\n\r\n০৫. বোন + আই = বোনাই, চুন + আরি = চুনারি, তিল + এক = তিলেক, বার + এক = বারেক, তিন + এক = তিনেক। \r\n\r\n০৬. কাঁচা + কলা = কাঁচকলা, নাতি + বৌ = নাতবৌ, ঘোড়া + দৌড় = ঘোড়দৌড়, ঘোড়া + গাড়ি = ঘোড়াগাড়ি ইত্যাদি।