সঠিক উত্তর হচ্ছে: ইংরেজি + ফারসি
ব্যাখ্যা: বাংলা ভাষায় ব্যবহৃত মিশ্র কিছু শব্দ---\nআইনজীবী=(ফারসি+তৎসম)\nখ্রিস্টাব্দ=(ইংরেজি+তৎসম)\nবেটাইম=(ফারসি+ইংরেজি)\nডাক্তারখানা=(ইংরেজি+ফারসি)\nপকেটমার=(ইংরেজি+বাংলা)\nহাটবাজার=(বাংলা+ফারসি)\nকালিকলম=(বাংলা+আরবি)\nহেডমৌলভী=(ইংরেজি+ফারসি)\nমাস্টারমশাই=(ইংরেজি+তদ্ভব)\nহেডপণ্ডিত=(ইংরেজি+তৎসম)