সঠিক উত্তর হচ্ছে: পলাশির যুদ্ধ
ব্যাখ্যা: নবীনচন্দ্রের শ্রেষ্ঠ কাব্যগুলি হল
\nপলাশির যুদ্ধ (১৮৭৫), রৈবতক (১৮৮৭), কুরুক্ষেত্র (১৮৮৩) এবং প্রভাস (১৮৯৭)। শেষের কাব্য তিনটি আসলে একটি বিরাট কাব্যের তিনটি স্বতন্ত্র অংশ। এই কাব্য তিনটিতে কৃষ্ণচরিত্রকে কবি বিচিত্র কল্পনায় নতুন ভাবে ফুটিয়ে তুলেছিলেন।