সঠিক উত্তর হচ্ছে: হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা: হাসান হাফিজুর রহমান কবি, সমালোচক ও গল্পকার হিসেবে খ্যাতিমান।
- তিনি ১৪ই জুন ১৯৩২ সালে জামালপুর জেলার কুলকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন ভাষা আন্দোলনের একজন অসাধারণ সংগঠক।
- ১৯৫৩ সালে তাঁর সম্পাদিত একুশে ফেব্রুয়ারি গ্রন্থটি বিস্ময়কর আলোড়ন সৃষ্টি করে।
মুক্তিযুদ্ধে তিনি ছিলেন অকুতোভয় এক সৈনিক।
- ১৯৭৭ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের \'মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্প\'-এর তিনি ছিলেন প্রধান।
- তাঁর সম্পাদনায় ষোলো খণ্ডে \'বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ : দলিলপত্র\' প্রকাশিত হয়।
তাঁর উল্লেখযোগ্য কাব্য :
- বিমুখ প্রান্তর,
- আর্ত-শব্দাবলি,
- অন্তিম শরের মতো,
- উদ্যত সঙ্গীন,
- শোকার্ত তরবারি,
- আমার ভেতরের বাঘ ইত্যাদি।
প্রবন্ধগ্রন্থ :
- আধুনিক কবি ও কবিতা, সাহিত্য প্রসঙ্গ,
- গল্পগ্রন্থ : আরো দুটি মৃত্যু ইত্যাদি।
হাসান হাফিজুর রহমান লেখক সংঘ পুরস্কার, আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন।
১৯৮৩ সালের ১লা এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
\'অবাক সূর্যোদয়\' কবিতাটির রচয়িতা হলেন হাসান হাফিজুর রহমান।
কবিতাটি কিশোর বন্দনারই গাথা। চমৎকার কিছু ছবি, ভাবনা আর প্রতীকের মধ্য দিয়ে কবি এখানে কিশোরদের জয়গান করেছেন।
উৎস: বাংলা সাহিত্য পাঠ, নবম দশম শ্রেণি।