সঠিক উত্তর হচ্ছে: স্টুয়ার্ট সি ডড
ব্যাখ্যা: যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামাজিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তার সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। বিশিষ্ট আমেরিকান সমাজবিজ্ঞানী ও দার্শনিক স্টুয়ার্ট সি. ডড এর মতে, \"সামাজিক মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি, যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে\" [তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (একাদশ দ্বাদশ শ্রেণি)]