সঠিক উত্তর হচ্ছে: ১৯৯০
ব্যাখ্যা: সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণের অন্যতম পূর্বশর্ত হচ্ছে বাধ্যতামূলকভাবে সকল শিশুর জন্য প্রাথমিক শিক্ষার সমান সুযোগ সুবিধা পৌঁছে দেয়। এ জন্য আইনগত বাধ্যবাধকতা অপরিহার্য হওয়ায় জাতীয় সংসদ কর্তৃক \'প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন ১৯৯০\' পাশ করা হয়েছে।