সঠিক উত্তর হচ্ছে: আমি আজ আলবত যাব
ব্যাখ্যা: যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন :\nক) উচ্ছ্বাস প্রকাশেঃ মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ।\nখ) স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনেঃ হ্যাঁ, আমি যাব। না, আমি যাব না।\nগ) সম্মতি প্রকাশেঃ আমি আজ আলবত যাব।\nঘ) অনুমোদনবাচকতায়ঃ আপনি যখন বলছেন, বেশ তো আমি যাব।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]