সঠিক উত্তর হচ্ছে: ১৮৪৩ খ্রিস্টব্দে
ব্যাখ্যা: ১৮৪৩ সালে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের নিকট মধুসূদন খ্রিষ্টধর্ম গ্রহণের ইচ্ছা ব্যক্ত করেন। এরপর ওই বছরই ৯ ফেব্রুয়ারি মিশন রো-তে অবস্থিত ওল্ড মিশন চার্চ নামে এক অ্যাংলিক্যান চার্চে গিয়ে তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করেন। তাকে দীক্ষিত করেছিলেন পাদ্রী ডিলট্রি। তিনিই তার \"মাইকেল\" নামকরণ করেন। মধুসূদন পরিচিত হন \"মাইকেল মধুসূদন দত্ত\" নামে।