সঠিক উত্তর হচ্ছে: আরেক ফাল্গুন
ব্যাখ্যা: বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালে একুশে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান \'আরেক ফাল্গুন\' উপন্যাস রচনা করেন। নায়ক মুনিম, আসাদ, রসুল, সালমা চরিত্রের মতো অন্যান্য চরিত্র ইতিহাস অনুমোদিত। এই উপন্যাসের বিখ্যাত উক্তি - \"আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো\"। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর)]