সঠিক উত্তর হচ্ছে: দারোগা
ব্যাখ্যা: তুর্কি শব্দঃ\nড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলায় তুর্কি শব্দ চল্লিশটির বেশী হবে না।\nআলখাল্লা, কুলি, কোর্মা, খাতুম, বেগম, লাশ, বাবা, বাবু, চাকু, বোচকা, দারোগা, ফিরিঙ্গি, ফালতো ইত্যাদি।\nতুর্কি শব্দ শব্দ মনে রাখার কৌশল:\nবিবি বেগম কোর্মা খায় – বাবা বাহাদুর দেশ চালায়।\nদারোগা বাবু তাকিয়ে দেখে – গালিচায় কুলির লাশ।\nচাকু হাতে বাবুর্চি তাই দেখে হতবাক।