সঠিক উত্তর হচ্ছে: ভেসা বাস
ব্যাখ্যা: ভেসা বাস ৩২ বিট সিপিইউ গতিতে ডেটা বা তথ্য বহন করে। ভেসা বাসের সবচেয়ে বেশি প্রয়োজন হয় গ্রাফিক্সের কাজের জন্য। এ বাস সিপিইউ এর সম্প্রসারিত অংশ হিসাবে কাজ করে থাকে। তবে গ্রাফিক্সের কাজের জন্য এখন আইএসএ এবং ইআইএসএ বা EISA (Enhanced Industry) বাসের পরিবর্তে কম্পিউটারের সিপিইউ এর সঙ্গে ভেসা বাস ব্যবহার করা হয়।\n