সঠিক উত্তর হচ্ছে: 07 জানুয়ারি 2020 খ্রিস্টাব্দে
ব্যাখ্যা: করোনা ভাইরাস \r\n══━━━━✥◈✥━━━━══ \r\n? সম্প্রতি করোনাভাইরাসের প্রথম প্রাদুর্ভাব দেখা যায়— চীনে। নাম— 2019 Novel CoronaVirus (2019-nCOV) \r\n\r\n? প্রথম সংক্রমণ— ৩১ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে। প্রথম চিহ্নিত— ৭ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে। \r\n\r\n? চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রথম মৃত্যুর ঘটনা ঘটে— ৯ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে। \r\n\r\n? করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যুর ঘটনা নিশ্চিত করে চীনা কর্তৃপক্ষ— ১১ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে। \r\n\r\n? চীনের বাইরে প্রথম করোনাভাইরাসের সন্ধান পাওয়া যায়— থাইল্যান্ডে।\r\n\r\n? ইউরোপের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়— ফ্রান্সে।\r\n\r\n? মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়— সংযুক্ত আ. আমিরাতে\r\n\r\n? করোনাভাইরাস নিয়ে বৈশ্বিক জরুরি অবস্থা জারি করে WHO — ৩০ জানুয়ারি ২০২০ খ্রি.।\r\n\r\n? করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের মূল ভূখণ্ডের বাইরে প্রথম কোনো মৃত্যুর ঘটনা ঘটে— ফিলিপাইনে। \r\n\r\n? চীনে প্রথম বিদেশি নাগরিক হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়— ৬ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে। একই দিনে মারা যায় নতুন ধরনের করোনাভাইরাস নিয়ে প্রথম সহকর্মীদের সতর্ককারী— উহানের চিকিৎসক লি ওয়েনলিয়াং। \r\n\r\n? মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু’ জন মারা যায়— ১৯ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে। \r\n\r\n? করোনাকে প্যানডেমিক বা মহামারী ঘোষণা করে— WHO (১১ মার্চ ২০২০ খ্রি.)\r\n\r\n? করোনা একটি— এনভেলপ ভাইরাস। \r\n\r\n? ৭ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে WHO চীনের উহানে প্রাপ্ত SARS ও MERS পরিবারের সদস্য করোনা ভাইরাসের নামকরণ করে। এরপর ১১ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস সংক্রমণে ফ্লু’র মতো উপসর্গ নিয়ে রোগ হয় তার নামকরণ করে— COVID-19 (Corona Virus Disease-19)