সঠিক উত্তর হচ্ছে: ভারতচন্দ্র রায়গুণাকর
ব্যাখ্যা: রায়গুণাকর ভারতচন্দ্র রায় অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে ‘রায়গুণাকর’ উপাধিতে ভূষিত করেন। \nঅন্নদামঙ্গল রায়গুণাকর ভারতচন্দ্র রচিত একটি মঙ্গলকাব্য। ১৭৫২ খ্রিস্টাব্দে ভারতচন্দ্র এই কাব্য রচনা করেছিলেন। \nজন্ম: ১৭১২, হাওড়া, ভারত\nমারা গেছেন: ১৭৬০, উত্তর চব্বিশ পরগণা, ভারত\nবই: অন্নদামঙ্গল, In Praise of Annada, Volume 2, In Praise of Annada, Volume 1।\n[তথ্যসূত্রঃ দৈনিক সমকাল পত্রিকা ]