সঠিক উত্তর হচ্ছে: ধূমকেতু
ব্যাখ্যা: ‘ধূমকেতু\' কাজী নজরুল ইসলাম সম্পাদিত অর্ধ-সাপ্তাহিক পত্রিকা। বিপ্লবীদের মুখপত্র হিসেবে ১৯২২ সালের ১২ আগস্ট প্রথম সংখ্যা প্রকাশিত হয়। এ পত্রিকার ১৯২২ সালের সেপ্টেম্বর সংখ্যায় ‘আনন্দময়ীর আগমনে\' কবিতা প্রকাশিত হওয়ায় উক্ত সংখ্যাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে এবং নজরুল কে এক বছরের কারাদণ্ড দেয়। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।