সঠিক উত্তর হচ্ছে: পদচারণ
ব্যাখ্যা: প্রমথ চৌধুরীর প্রবন্ধগুলো হলঃ তেল-নুন-লাকড়ি, বীরবলের হালখাতা, নানাকথা, আমাদের শিক্ষা, রায়তের কথা, নানাচর্চা, আত্মকথা ও প্রবন্ধ সংগ্রহ। তার কাব্যগ্রন্থগুলো হলঃ সনেট পঞ্চাশৎ ও পদচারণ। এদিকে, চার ইয়ারী কথা, আহুতি এবং নীললোহত ও গল্পসংগ্রহ তার গল্পসংগ্রহ। এছাড়া, যৌবনে দাও রাজটীকা, বই পড়া, সাহিত্যে খেলা ও ভাষার কথা তার প্রবন্ধ।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]