সঠিক উত্তর হচ্ছে: সবকটি
ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থগুলো হলো।\n(১) সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব (১৮৫৩)\n(২) বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব (১৮৫৫)\n(৩) বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব (প্রথম খন্ড ১৮৭১, ২য় খন্ড ১৮৭৩)\n(৪) অতি অল্প হইল এবং ”আবার অতি অল্প হইল দুখানা পুস্তক (১৮৭৩, বিধবা বিবাহ বিরোধী পণ্ডিতদের প্রতিবাদের উত্তরে \'কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য\' ছদ্মনামে।)\n(৫) ব্রজবিলাস, যৎকিঞ্চিৎ অপূর্ব্ব মহাকাব্য (নভেম্বর, ১৮৮৪) - \"কবিকুলতিলকস্য কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য\" ছদ্মনামে রচিত। বিধবাবিবাহের বিরুদ্ধে ব্রজনাথ বিদ্যারত্নের রচনার প্রত্যুত্তরে লিখিত হয়।\n(৬) রত্নপরীক্ষা (১৮৮৬)\n(৭) প্রভাবতী সম্ভাষণ (সম্ভবত ১৮৬৩)\n(৮) জীবন-চরিত (১৮৯১ ; মরণোত্তর প্রকাশিত)\n(৯) শব্দমঞ্জরী (১৮৬৪)\n(১০) নিষ্কৃতি লাভের প্রয়াস (১৮৮৮)\n(১১) ভূগোল খগোল বর্ণনম্ (১৮৯১ ; মরণোত্তর প্রকাশিত)