সঠিক উত্তর হচ্ছে: দক্ষিণ সুদান
ব্যাখ্যা: চতুর্থ বিশ্ব শব্দটির ধারণা প্রদানকারীঃ ম্যানুয়েল কেসটেলস। বৈশিষ্ট্যঃ আন্তর্জাতিক ব্যবস্থার বাইরে থাকে, রাখাল/যাযাবর/কৃষিকাজ করে, অতি দারিদ্র্য থাকে, শিক্ষার হার ক্রমহ্রাসমান বা স্থির থাকে, অর্থনীতি থাকে বৈদেশিক সাহায্য নির্ভর ইত্যাদি। উদাহরণঃ সোমালিয়া, দক্ষিণ সুদান।