সঠিক উত্তর হচ্ছে: তাজিংডং
ব্যাখ্যা: তাজিং ডং......বাংলাদেশের সর্বোচ্চ পর্বত। স্থানীয় উপজাতীয়দের ভাষায় ‘তাজিং’ শব্দের অর্থ বড় আর ‘ডং’ শব্দের অর্থ পাহাড় যা একত্রিত করলে হয় তাজিংডং। এ পর্বতের উচ্চতা প্রায় ৪ হাজার ৩ শত ফুট। এটি বান্দরবান জেলার রুমা উপজেলার রেমাক্রী পাংশা ইউনিয়নে অবস্থিত। রুমা উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্বতের অবস্থান। দুর্গম এ পাহাড়ী এলাকার দৃশ্য খুবই মনোরম।