সঠিক উত্তর হচ্ছে: নাটক
ব্যাখ্যা: ‘কৃষ্ণকুমারী’ মাইকেল মধূসূদন দত্ত রচিত একটি ঐতিহাসিক নাটক। ১৮৬১ সালে এটি প্রকাশিত হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য নাটক- প্রহসনগুলো হলোঃ শর্মিষ্ঠা (১৮৫৯), পদ্মাবতী (১৮৬০), একেই কি বলে সভ্যতা (১৮৬০), বুড়ো শালিকের ঘাড়ে রোঁ (১৮৬০) ইত্যাদি।