সঠিক উত্তর হচ্ছে: টাঙ্গাইল
ব্যাখ্যা: প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে ‘প্লাইস্টোসিনকাল‘ বলা হয়। ঐ সময়ে গঠিত ভূমিরূপ ‘প্লাইস্টোসিনকালের ভূমি‘ নামে পরিচিত। বাংলাদেশে অবস্থিত প্লাইস্টোসিন কালের ভূমিরূপগুলো হলো: রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর ও জয়পুরহাট জেলার বরেন্দ্রভূমি,ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলায় অবস্থিত মধুপুর ও ভাওয়াল গড়, কুমিল্লা জেলার লালমাই পাহাড়। দেশের মোট ভূখণ্ডের প্রায় ৮ শতাংশ হলো প্লাইস্টোসিনকালে গঠিত ভূমিরূপ। [তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী]