সঠিক উত্তর হচ্ছে: শামসুদ্দীন আবুল কালাম
ব্যাখ্যা: শামসুদ্দীন আবুল কালাম (১৯২৬ - ১০ জানুয়ারি ১৯৯৭) বাংলা সাহিত্যের বাংলাদেশের কথাসাহিত্যিক ও উপন্যাসিক। তিনি ১৯২৬ সালের আগস্ট মাসে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। \nতার রচনায় বাংলার মানুষের গ্রামীণ জীবন বিস্তারিতভাবে দেখা যায়। আবেগ এবং প্রেমের আধিক্য তার লেখায় যথেষ্ট বিরাজমান।
\n\nউপন্যাস:
\nআলমনগরের উপকথা (১৯৫৪)
\nকাশবনের কন্যা (১৯৫৪)
\nদুই মহল (১৯৫৫)
\nকাঞ্চনমালা (১৯৫৬)
\nজীবনকাব্য (১৯৫৬)
\nজায়জংগল (১৯৭৮)
\nসমুদ্রবাসর (১৯৮৬)
\nনবান্ন (১৯৮৭)
\nযার সাথে যার (১৯৮৬)
\nমনের মতো ঠাই (১৯৮৫)
\nকাঞ্চনগ্রাম (১৯৯৭)
\nকাঞ্চনমালা (১৯৬১)