সঠিক উত্তর হচ্ছে: কালীপ্রসন্ন ঘোষ
ব্যাখ্যা: কালীপ্রসন্ন ঘোষ বিদ্যাসাগরী রীতেতে গুরুগম্ভীর ভাষায় চিন্তামূলক প্রবন্ধ রচনা করে প্রসিদ্ধি লাভ করেন। তার উল্লেখযোগ্য গদ্যগ্রন্থগুলো হলো- প্রভাতে-চিন্তা (১৮৭৭), নিভৃত-চিন্তা (১৮৮৩), নিশীথ-চিন্তা (১৮৯৬), ভক্তির জয় (১৮৯৫), জানকীর অগ্নিপরীক্ষা (১৯০৫), ছায়া দর্শন (১৯১০) প্রভৃতি।