সঠিক উত্তর হচ্ছে: সামাজিক মূল্যবোধ
ব্যাখ্যা: যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামাজিক আচার - ব্যবহার ও কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তার সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। এটি সমাজে ব্যক্তির ভালো-মন্দ কাজের বিচারের মানদন্ড।উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম পত্র) বই।