নিচের অপশন গুলা দেখুন
- নিত্য সমাস
- মধ্যপদলোপী কর্মধারয়
- ব্যতিহার বহুব্রীহি
- সমানাধিকরণ বহুব্রীহি
সমানাধিকরণ বহুব্রীহি সমাস:
যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়ে থাকে, তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- কালাে বরণ যার = কালােবরণ;
- পােড়া কপাল যার = পােড়াকপালে,
- সমান উদর যার = সহোদর,
- বদ রাগ যার = বদরাগী,
- সুন্দর বর্ণ যার = সুবর্ণ।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ