সঠিক উত্তর হচ্ছে: জার্মেনিয়াম
ব্যাখ্যা: ট্রানজিস্টরে সেমিকন্ডাকটর হিসেবে জার্মেনিয়াম ব্যবহৃয় হয়।\n\nযেসব পদার্থের মধ্য দিয়ে আংশিকভাবে চার্জ বা বিদ্যুৎপ্রবাহ চলাচল করে তাদেরকে অর্ধপরিবাহী বলে। যেমন- সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনাইড ইন্ডিয়াম, ক্যাডমিয়াম সালফেট প্রভৃতি।\n\n[তথ্যসূত্রঃ বিজ্ঞান পত্রিকা]