ব্যাখ্যা: কোন শব্দ বা পদ পরপর দুইবার ব্যবহৃত হয়ে কোন বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন- \'আমার জ্বর জ্বর লাগছে। \' এখানে \'জ্বর জ্বর\' দ্বিরুক্ত শব্দটি ঠিক \'জ্বর\' অর্থ প্রকাশ করছে না।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।