সঠিক উত্তর হচ্ছে: ওয়াই-ম্যাক্স
ব্যাখ্যা: ওয়াই-ম্যাক্স (Wi-Max) : ? ওয়াইম্যাক্স প্রযুক্তি হলো বর্তমান সময়ের সর্বাধুনিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোটোকল সার্ভিস, যা তারবিহীন ব্যবস্থায় ১০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট সেবা প্রদান করে। ? ওয়াইম্যাক্সের পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access. ? এটি প্রচলিত DSL (Digital Subscriber Line) প্রযুক্তি এবং তারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সুবিধা প্রদান করে। ? ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করে VOIP (Voice Over Internet Protocol) এর মাধ্যমে বিদেশে কম খরচে কথা বলা যায়। ? এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.16 নামে পরিচিত।