সঠিক উত্তর হচ্ছে: নিরুপায় হরিণী (গল্পগ্রন্থ)
ব্যাখ্যা: বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক, সমালোচক আনোয়ার পাশা রচিত \'নিরুপায় হরিণী\' একটি গল্পগ্রন্থ। আনোয়ার পাশা রচিত অন্যান্য উল্লেখযোগ্য রচনা- উপন্যাসঃ নীড় সন্ধানী, নিষুতি রাতের গাথা, রাইফেল রোটি আওরাত (প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস)। কাব্যঃ নদী নিঃশেষিত হলে, সমুদ্র শৃঙ্গলা উজ্জয়িনী। \'অভিযান\' তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস। \'বেলা অবেলা কালবেলা\' জীবনানন্দ দাশের একটি কাব্যগ্রন্থ। দুই তীর ও অন্যান্য গল্প সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত গল্পগ্রন্থ।[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]