সঠিক উত্তর হচ্ছে: শীলভদ্র
ব্যাখ্যা: হর্ষবর্ধনের রাজত্বকালের চীনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েন সাঙ ৬৩০ খ্রিস্টাব্দে ভারত সফরে আসেন। হিউয়েন সাঙ নালন্দা মহাবিহারের অধ্যক্ষ শীলভদ্রের কাছে বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন। এরপর তিনি ‘সিন্ধি’ নামে এক গ্রন্থ রচনা করেন। হিউয়েন সাঙ রাজা শশাঙ্ককে বৌদ্ধধর্ম বিদ্বেষী বলে আখ্যায়িত করেন। হর্ষবর্ধনের সভার বানভট্ট ‘হর্ষচরিত’ রচনা করেন।