সঠিক উত্তর হচ্ছে: ১৯১২ সালে
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ তার মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরাকে এ পত্রগুলো লিখেছিলেন।এ সংকলনে অন্তর্ভুক্ত ১৫১টি পত্রের মধ্যে ইন্দিরা দেবীকে লেখা ১৪৩টি এবং কবিবন্ধু শ্রীশচন্দ্র মজুমদারকে লেখা ৮টি পত্র ছিল। ১৯৬০ সালের অক্টোবরে \'ছিন্নপত্রাবলী\' বিশ্বভারতীর গ্রন্থন বিভাগ থেকে প্রথম প্রকাশিত হয়।