সঠিক উত্তর হচ্ছে: সীমিত জ্ঞানের মানুষ
ব্যাখ্যা: কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:\n\nকূপমণ্ডুক- ঘরকুনো, সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন\nকেঁচে গণ্ডুষ- পুনরায় আরম্ভ\nকেঁচো খুঁড়তে সাপ- সামান্য থেকে অসামান্য পরিস্থিতি\nকেউকেটা- সামান্য\nকেতাদুরস্ত- পরিপাটি\nকেল্লা ফতে করা- কঠিন কাজে সফল হওয়া\nকৈ মাছের প্রাণ- যা সহজে মরে না\nকোণঠাসা করা- বেকায়দায় ফেলা\nকোমর বাঁধা -দৃঢ়সংকল্প