কোনো পদ্য বা গদ্যের মূলভাব বা বক্তব্যকে সংক্ষিপ্ত আকারে প্রকাম করার নামই সারমর্ম বা সারাংশ বলে। সারাংশ: গদ্যের বক্তব্য সংক্ষেপে প্রকাশ করাকে সারাংশ বলে। সারমর্ম: পদ্যের ভাব সংক্ষেপে প্র্রকাশ করাকে সারমর্ম বলে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।