সঠিক উত্তর হচ্ছে: ঘুম নেই
ব্যাখ্যা: সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ হলো - ঘুম নেই, ছাড়পত্র, পূর্বাভাস।
‘আঠারো বছর বয়স’ - তার লেখা কবিতা (ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত)।
‘হরতাল’ - তার রচিত ছোটগল্প।
‘রানার’ - তার রচিত কবিতা (ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত)।
উৎস: Hello BCS লেকচার ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।