সঠিক উত্তর হচ্ছে: সিনেমাস্কোপ প্রজেক্টারে
ব্যাখ্যা: ━━━━━━━━❪❂❫━━━━━━━━\r\n? লেন্স (Lens) \r\nদুই গােলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স প্রধানত দুই প্রকার। যথা- উত্তল লেন্স এবং অবতল লেন্স। লেন্সের ক্ষমতার প্রচলিত একক ডাইঅল্টার। উত্তল লেন্সের ক্ষমতা ধনাত্মক এবং অবতল লেন্সের ক্ষমতা ঋনাত্মক। \r\n━━━━━━━━❪❂❫━━━━━━━━ \r\n? উত্তল লেন্সের ব্যবহার:\r\n- আতশী কাচ হিসাবে এবং আগুন জ্বালানাের কাজে ব্যবহৃত হয়। \r\n- চশমা, ক্যামেরা, বিবর্ধক কাচ, অণুবীক্ষণ যন্ত্র ইত্যাদি আলােক যন্ত্রে ব্যবহৃত হয়।\r\n━━━━━━━━❪❂❫━━━━━━━━\r\n? অবতল লেন্সের ব্যবহার: \r\n- প্রধানত চশমায় ব্যবহার করা হয়। \r\n- গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্র এবং সিনেমাস্কোপ প্রজেক্টারে অবতল লেন্স ব্যবহার করা হয়।\r\n━━━━━━━━❪❂❫━━━━━━━━