সঠিক উত্তর হচ্ছে: ২
ব্যাখ্যা: গুরুমন্ডল কে দুটি প্রধান স্তরে ভাগ করা হয়ে থাকে, যথা - ক্রোফেসিমা ও নিফেসিমা। ? ৩০ থেকে ৭০০ কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত গুরুমণ্ডলের যে অংশটিতে মূলত ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম খনিজের প্রাধান্য লক্ষ্য করা যায়, তাকে ক্রোফেসিমা বলে।