সঠিক উত্তর হচ্ছে: জাহান্নাম হইতে বিদায়
ব্যাখ্যা: বিস্তৃত পটভূমির ভিত্তিতে রচিত বিশালকায় উপন্যাসকে এপিক উপন্যাস বা মহাকাব্যিক উপন্যাস বলা হয়। বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য কয়েকটি মহাকাব্যিক উপন্যাস - সংশপ্তক (শহীদুল্লাহ কায়সার), গায়ত্রী সন্ধ্যা (সেলিনা হোসেন), আগুন পাখি (হাসান আজিজুর হক), সত্যাসত্য (অন্নদাশঙ্কর রায়), বিষাদ সিন্ধু (মীর মশাররফ হোসেন),কড়ি দিয়ে কিনলাম (বিমল মিত্র)। অন্যদিকে ছোট কলেবরে রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস \'জাহান্নাম হইতে বিদায়\'- এর রচয়িতা শওকত ওসমান।