সঠিক উত্তর হচ্ছে: রিকেটস।
ব্যাখ্যা: ভিটামিন ডি–র অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। এই রোগে মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। হাড় যথাযথ পুষ্টি না পাওয়ার ফলে মজবুত হয় না। রিকেট রোগাক্রান্ত শিশুদের পা ধনুকের মতো বেঁকে যায় এবং মাথার খুলি বড় হয়ে পড়ে। চলাফেরায় অসুবিধা হয়। দীর্ঘদিন যাবৎ এ রোগে ভুগলে দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং রোগপ্রতিরোধের ক্ষমতা কমে যায়। দেহে ভিটামিন ডি–র অভাবে দাঁত খারাপ হয়, অসময়ে দাঁত পড়ে যায়, চোয়ালের গঠন ঠিক হয় না, এমনকি শিশুরা স্বাভাবিক লম্বা হয় না।