সঠিক উত্তর হচ্ছে: যাত্রা
ব্যাখ্যা: নেকড়ে অরণ্য - শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
অন্যদিকে, শওকত আলী রচিত - \'পিঙ্গল আকাশ\' উপন্যাসটি ১৯৬৩ সালে প্রকাশিত হয় এবং \'\'ভিতরগড়ের তিন মূর্তি\'\' একটি কিশোর উপন্যাস।
শওকত আলী রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস - \'যাত্রা\'\' যা ১৯৭৬ সালে প্রকাশিত হয় এবং এর কেন্দ্রীয় চরিত্র - অধ্যাপক রায়হান।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।