সঠিক উত্তর হচ্ছে: সত্ব
ব্যাখ্যা: ‘সত্ব ’ শব্দটির বানান অশুদ্ধ। যে শব্দের শেষে খণ্ড-ত (ৎ) থাকে সে শব্দের শেষে যদি ‘ত্ব’ প্রত্যয় যোগ হয়, শব্দের শেষে ত + ত + ব (অর্থাৎ তয়ে-তয়ে-ব-ফলা (ত্ত্ব) হয়। যেমন- মহৎ + ত্ব = মহত্ত্ব, সৎ + ত্ব = সত্ত্ব, তৎ + ত্ব = তত্ত্ব।