সঠিক উত্তর হচ্ছে: ক - ম
ব্যাখ্যা: স্পর্শ বর্ণ- ক থেকে ম পর্যন্ত ২৫ টি বর্ণ উচ্চারণের সময় জিভের কোনো না কোনো অংশের সঙ্গে কণ্ঠ,তালু,মূর্ধা,দন্ত,ওষ্ঠের কারোর না কারোর সাথে স্পর্শ ঘটে। তাই এদের স্পর্শ বর্ণ বলা হয়। উচ্চারণের স্থান অনুযায়ী এই ২৫ টি বর্ণকে ৫ ভাগে ভাগ করা হয়। প্রতিটি ভাগকে বলা হয় বর্গ।\n\n[তথ্যসূত্রঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ]