সঠিক উত্তর হচ্ছে: রোজানিল হিগিন্স
ব্যাখ্যা: আন্তর্জাতিক আদালতের প্রথম মহিলা বিচারপতি ব্রিটেনের রোজানিল হিগিন্স। জাতিসংঘের প্রথম উপমহাসচিব ও প্রথম মহিলা উপমহাসচিব ছিলেন কানাডার লুইসি ফ্রেশেটিকে। জাতিসংঘের প্রথম মহিলা সভাপতি বিজয় লক্ষী পণ্ডিত। আব্দুল কাওয়াই আহমেদ ইউসুফ একজন সোমালি আইনজীবী এবং বিচারক বর্তমান প্রেসিডেন্ট (প্রধান বিচারপতি) । (তথ্যসূত্র-উইকিপিডিয়া)