সঠিক উত্তর হচ্ছে: সে, তুমি ও আমি
ব্যাখ্যা: যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
একশেষ দ্বন্দ্ব: সে, তুমি ও আমি = আমরা, সে ও তুমি = তোমরা৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
আবার, নিত্য সমাসের ক্ষেত্রে \"আমরা\" শব্দটির ব্যাসবাক্য = তুমি, আমি ও সে।