সঠিক উত্তর হচ্ছে: চট্টগ্রামে
ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ চট্টগ্রামে স্থাপিত হয়। বাংলাদেশের প্রথম ইপিজেড \'চট্রগ্রাম ইপিজে\' ১৯৮৩ সালে চট্রগ্রামের হালিশহরে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড \'ঢাকা ইপিজেড\' ঢাকার সাভারে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে বর্তমানে সরকারি ইপিজেড - এর সংখ্যা ৮ টি এবং বেসরকারি ইপিজেড ১ টি।