সঠিক উত্তর হচ্ছে: ক্লোরিন
ব্যাখ্যা: কলের পানিতে সাধারণত রাসায়নিক উপাদান থাকে ক্লোরিন।\n\nকলের পানিতে রাসায়নিক উপাদান হিসেবে সাধারণত আর্সেনিক, বোরন, বেরিয়াম, ম্যাঙ্গানিজ ও আয়রন বিদ্যমান থাকে। আবার সাধারণত খনিজ পানিতে বিভিন্ন ধাতু লবণ আয়নিত অবস্থায় থাকে। যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, কোবাল্ট, ক্লোরাইড ইত্যাদি। ক্লোরাইড আয়ন ক্লোরিন থেকে সৃষ্টি। সুতরাং কলের পানিতে ক্লোরিন থাকে।