সঠিক উত্তর হচ্ছে: বই ও প্রকাশনা
ব্যাখ্যা: দুনিয়ার কোটি কোটি মানুষের লেখা বইয়ের সংখ্যা কত তার হিসাব রাখা গোল্লাছুট খেলার মত সহজ কোন কাজ নয়। তবু তাবৎ দুনিয়ার যত বই তৈরি হবে তার একটা হিসেব রাখার জন্যে একটা পদ্ধতি তৈরি করা হয়েছে। এ পদ্ধতিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার বা সংক্ষেপে আই এস বি এন (ISBN) বলা হয়।\n\n[তথ্যসূত্রঃ উইকিপিডিয়া ]