সঠিক উত্তর হচ্ছে: ক্রিয়া ও সর্বনাম পদে
ব্যাখ্যা: সাধুভাষায় সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহৃত হয়। যেমন- তাহার, তাহারা ইত্যাদি। চলিত রীতিতে সবনামগুলাে সংকচিত রূপে ব্যবহৃত হয়। যেমন- তার, তারা ইত্যাদি। সাধু ভাষায় ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহৃত। যেমন- করিয়া, পড়িয়া, খেলিয়া ইত্যাদি। চলিত ভাষায় ক্রিয়াপদ সংক্ষিপ্তভাবে ব্যবহৃত হয়। যেমন- করে, পড়ে, খেলে ইত্যাদি।