সঠিক উত্তর হচ্ছে: অগ্নিবীণা
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামের ৫ টি গ্রন্থ নিষিদ্ধ হয়। এগুলো হলঃ যুগবাণী, বিষের বাঁশী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু। এদিকে, অগ্নিবীণা কাব্যটি কখনও নিষিদ্ধ হয় নি। তবে এর কাব্যের \"রক্তাম্বরধারিণী মা\" কবিতাটি নিষিদ্ধ হয়।[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]